সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে (সেন্ট্রাল লাইব্রেরি) দুই নারী শিক্ষার্থী মারামারিতে জড়িয়েছেন। হলের ক্যান্টিনে কথাকাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে। এ সময় একজন এসে হঠাৎ অন্য জনের ওপর হামলা করেন।
সোমবার (৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তিনতলার এক্সটেনশনে ঘটনাটি ঘটেছে।
অভিযুক্তের নাম হাসনাহেনা তমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী বলে জানিয়েছেন। এছাড়া কবি সুফিয়া কামাল হলের সাবেক আবাসিক শিক্ষার্থী বলেও দাবি করেন। বর্তমানে বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য পড়াশোনা করছেন। অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।
জানা গেছে, দুপুরে লাইব্রেরিতে পড়াকালীন তমা ভুক্তভোগীকে রাগান্বিত স্বরে নিচে যেতে বলেন এবং ঝামেলার বিষয় সম্পর্কে কথা বলতে চান। ভুক্তভোগী নিচে যেতে না চাইলে তাকে থাপ্পর মারেন তমা। পরবর্তীতে তার চুল ধরে মাথা বেঞ্চের ওপর বাড়ি দেন এবং মারতে থাকেন।
ঘটনার পর পরই হামলাকারী ওই নারী শিক্ষার্থীসহ দুজনকেই সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর অভিযুক্তের স্বামীকে ডেকে আনলে তিনি তার স্ত্রীর কর্মকাণ্ডের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং আর কোনোদিন তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং আবাসিক হল ব্যবহার করবেন না মর্মে লিখিত দেন।
একইসঙ্গে, অভিযুক্ত ওই নারীও নিজের ভুল স্বীকার করেন।
জেডএ