সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় 'ডি' ইউনিটের পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে গুগলে সার্চ করে উত্তর খোঁজার অপরাধে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম সাজ্জাদ হোসেন মিরাজ, তার বাড়ি লক্ষীপুর জেলায়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে ১০টা ২৫ মিনিটে পরীক্ষায় চলাকালে তাকে আটক করা হয়।
কর্তব্যরত শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, সমাজ বিজ্ঞান অনুষদের দ্বিতীয় তলায় ২৮২ নম্বর কক্ষে পরীক্ষার শুরুতে সবাইকে মোবাইল ফোন সামনে রেখে যাওয়ার কথা বললেও, ওই ছাত্রের কাছে কোনো মোবাইল ফোন নেই জানায়। পরে পরীক্ষা শুরু হলে ওই ছাত্র প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগোলে সার্চ করে উত্তর লিখছিলেন। তখন কর্তব্যরত শিক্ষকের নজরে আসলে তার খাতা নিয়ে নেয়া হয় এবং তাকে প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসায় ওই ছাত্র অপরাধ স্বীকার করেছেন। ইতোমধ্যে আমরা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঢাকার আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমানকে জানিয়েছি। পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
এও