সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের এই শিক্ষকের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
টানা ৪ ঘণ্টার সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে নৈতিক অসচ্চরিত্রতার দায়ে মাহমুদুর রহমান জনিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’
এর আগে, ২০২২ সালের নভেম্বরে মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে একাধিক ‘নৈতিক স্খলনের’ অভিযোগ ওঠে। সর্বশেষ গত বছরের ১১ আগস্ট এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অধিকতর তদন্তের জন্য স্ট্রাকচার্ড কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০১৮ সালে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে নিয়োগ পান জনি। ২০১২ সালে তিনি জাবি ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এদিকে শিক্ষক জনিকে বরখাস্তের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত জানার পর উল্লাস প্রকাশ করেছেন নিপীড়নবিরোধী মঞ্চের শিক্ষক-শিক্ষার্থীরা।
ডিপি/