সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে বৈঠক হবে। সেখানে পরীক্ষার তারিখ নির্দিষ্ট করা হবে। এসএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। এসএসসি পরীক্ষা শেষে মার্চের মাঝামাঝিতে তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হতে পারে।
ওই কর্মকর্তা আরও বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা গ্রহণের পরীক্ষার কেন্দ্রগুলোতে কথা বলা হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষা নেওয়ার জন্য আমাদের কাজ থেমে নেই। মার্চ মাসে রমজানের মধ্যেও পরীক্ষা নেওয়া হতে পারে।
এর আগে, গত বছর ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদন গ্রহণ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।
প্রথম ধাপের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পর্বের মৌখিক পরীক্ষা চলমান।
অন্যদিকে গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগের ২২টি জেলা শহরে এক ঘণ্টার এ পরীক্ষায় অংশ দিয়েছেন ৪ লাখেরও বেশি চাকরিপ্রার্থী।
ডিপি/