সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে, সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন বিভাগটির শিক্ষার্থীরা।
এদিকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার জন্য ওই শিক্ষককে ছুটিতে পাঠানোর কথা বিভাগকে এক চিঠিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ অনুসন্ধান ও তদন্তের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে৷
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগেরই একজন নারী শিক্ষার্থী। এ নিয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
ডিপি/