আয়োজনের কমতি নেই। আয়কর রিটার্ন গ্রহণের বুথ খুলে বসে আছেন কর অফিসের কর্মকর্তারা। তবে, শেষ দিনে এসে করদাতাদের উপস্তিতি সামান্যই।
এবার ১ মাস সময় বাড়ানোয় ব্যক্তিপর্যায়ে করদাতাদের রিটার্ন জমা দেয়ার শেষ দিন আজ ৩১ ডিসেম্বর। তবে, সকালের দিকে কর অঞ্চলগুলো অনেকটাই ফাঁকা।
এদিকে, ব্যাংক হলিডে হওয়াতে গতকালকেই করদাতাদের ব্যাংক ড্রাফট, চালান তৈরি করে রাখা হয়েছে। শেষ দিন হওয়াতে যতক্ষণ করদাতা থাকবেন, ততক্ষণ সেবা পাবেন করদাতারা। / ডি