রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ফেসবুকে পোস্ট দিয়ে জানান মডেল বারিস হক। পরে সাদিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
শাওন নামে সাদিয়া নাজের এক আত্মীয় বলেন, 'সোমবার রাত পৌঁনে ৩টার দিকে আমাদের বাসায় খবর আসে। গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া।'
এরপর পুলিশকে খবর দেয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
'বারিস বরষা' নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করেছিলেন সাদিয়া। ওই ছবিগুলো এখনো প্রকাশ হয়নি। এই হাউজের কর্ণধার বারিস হক শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেন, 'বিদায় জানালো আরো একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে।' / সম