রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সরকারি ওষুধ বিক্রির সময় দুই ফার্মাসিস্টকে হাতেনাতে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বুধবার (১০ জুন) দুপুরে হৃদরোগ ইনস্টিটিউটে অবস্থান নেওয়া এনএসআই‘র একটি দল সরকারি ওষুধ বিক্রির সময় হাতেনাতে আটক করে ইনস্টিটিউটের ফার্মাসিস্ট নির্মল সরকারকে। জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে উঠে আসে স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদের নাম। পরে তাকেও আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে যেসব ওষুধ জব্দ করা হয়েছে তার বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা। কিন্তু সেসব ওষুধ বাইরে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি বলেছেন, ‘আমরা বিষয়টি জেনেছি। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’ / রাইজিং