রাজধানীর যাত্রাবাড়ীতে দুই ভাইকে রড দিয়ে পেটানোর পর ফাঁকা গুলি চালিয়ে মোবাইল ব্যাংকিংয়ের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১০ মে) বেলা সোয়া ১১টার দিকে জনপদ মোড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
ছিনতাইকারীদের কবলে পড়া ওই দুই ব্যক্তি হলেন- সাইফুল ইসলাম সবুজ (৩৫) ও রফিকুল ইসলাম মুকুল (৩০)। তারা দু'জনই ডাচ বাংলা মোবাইলে ব্যাংকিংয়ের এজেন্ট।
তারা জানান, বেলা সোয়া ১১টার দিকে ওই দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে মতিঝিল ফরেন এক্সচেঞ্জ ব্যাংকে ৫৫ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ৩টি মোটরসাইকেলে আসা ৬ ছিনতাইকারী তাদের গতিরোধ করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে দুই ভাইয়ের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর ফাঁকা গুলি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় আহত হন দুই ভাই।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনাটি দেখা গেছে। আশা করি ছিনতাইকারীদের ২/১ দিনের মধ্য আইনের আওতায় আনতে পারবো।” / বাট্রি