সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এই গ্রেপ্তারের তথ্য জানায় র্যাব।
র্যাবের মিডিয়া উইং এর সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখে নওশেল আহমেদ অনিকে শনাক্ত করা হয়।
জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নওশেল আহমেদ অনি ময়মনসিংহ থেকে ঢাকায় এসে আত্মগোপন করেন। সর্বশেষ তিনি মোহাম্মদপুরের একটি বাসায় অবস্থান করছিলেন। অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে।
কে