দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনার কয়রার সুন্দরবন অংশ থেকে তিন মণ ১২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (১০ জুন) রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়।
মাংস উদ্ধার করা গেলেও হরিণ শিকারিরা বনবিভাগের টহলরত দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।
কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে সুন্দরবনের চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়। এ সময় দুজন হরিণ শিকারি বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বনের গহীনে পালিয়ে যায়। ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার বলেন, এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণে মাংস আদালতের নির্দেশে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
এম