সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক শাখায় অস্ত্রধারী সন্ত্রাসীরা হানা দিয়ে নগদ অর্থ লুট করে নিয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের বাংলোর নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীর ৪টি এবং ব্যাংকে নিয়োজিত পুলিশের ১০টি অস্ত্র নিয়ে গেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। এরপর থেকে পুরো রুমা বাজার ও আশাপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। কেউ ঘর থেকে বের হচ্ছেনা। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, অপহৃতকে উদ্ধারে নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে গেছেন।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, কারা এই হামলা করেছে এ ব্যাপারে আমরা যাচাই-বাছাই করছি। আর কত টাকা নিয়ে গেছে সে ব্যাপারে ভল্ট পরীক্ষা করে দেখতে হবে। ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা আসছেন। তারপর ভল্টে ঢুকে সেটা দেখা হবে।
এদিকে বিষয়টি স্বীকার করে রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদককে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত করা যায়নি। তিনি আরও জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা লুটপাট করে ব্যাংকের ম্যানেজার মিজান উদ্দিনকেও অপহরণ করে নিয়ে গেছে।
এও