সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিরোজিরো সেভেন গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ৩৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, র্যাব-১ কার্যালয় বরাবর বিভিন্ন অভিযোগ দেন ভুক্তভোগীরা। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একাধিক কিশোর গ্যাংয়ের ৩৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মাদক ধর্ষণসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান তিনি। এছাড়াও বিকট শব্দ করা মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এফএইচ
এফএইচ