সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বোরখা পরে নারী সেজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চুরি করতে গিয়ে এক কিশোর আটক হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে ওই কিশোর। এরপর আনসার সদস্যরা তাকে তাদের হেফাজতে নিয়ে নেয়।
ঢাকা মেডিকেলের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল বেপারী গণমাধ্যমকে জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে কৌশলে এক নারীর ভ্যানিটি ব্যাগ হাতিয়ে নেয় বোরখা পরা ওই কিশোর। এক পর্যায়ে ওই নারীর সন্দেহ হলে বোরকা পরা ওই কিশোরকে ধরে ফেলেন। তখন সেখানকার আনসার সদস্যরা তাকে হেফাজতে নেয়। বোরখা খুলে দেখা যায়, সে ছেলে। এরপর থেকে ওই কিশোর আমাদের হেফাজতেই ছিল।
এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের সামনে থেকে আনসার সদস্যরা ওই কিশোরকে আটক করে। এ সময় সে কালো বোরখা পরা ছিলো। আটকের পর তাকে আনসার সদস্যদের হেফাজতে নেওয়া হয়।
তিনি বলেন, আটকের ২০ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় ওই কিশোরকে তারা আমাদের কাছে নিয়ে আসে।
এদিকে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, বোরখা পরে চুরি করার সময় এক কিশোরকে আনসার সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিস্তারিত পুলিশ তদন্ত করছে।
জানা যায়, আটক হওয়া ওই কিশোর জানায়, তার বাড়ি নারায়ণগঞ্জের নিমতলা এলাকায়। ৫০০ টাকা দিয়ে বোরখা কিনে সেইটা পরে সে হাসপাতালে ঘুরে ঘুরে চুরির চেষ্টা করে। রোববার রাতে চুরি করার সময় আনসার সদস্যরা তাকে ধরে তাদের হেফাজতে রাখে।