বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে সোমবার হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল।
রমনা ও শাহবাগ থানার পৃথক তিন মামলায় গত ১৬ মার্চ ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে মির্জা ফখরুলসহ তিন বিএনপি নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দীর্ঘ ২৩দিন কারাগারে ছিলেন তিনি।