দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারে ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে গঠিত এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মানবেন্দ্র ঘোষের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখে ঢাকায় চারুকলার আয়োজনে আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণের ঘটনায় মানবেন্দ্রকে মিথ্যা অপপ্রচারের শিকার করে এই হামলা চালানো হয়েছে। যদিও শিল্পী দাবি করেছেন, তিনি শুধুমাত্র বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।
ঘটনার পর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তার স্বার্থে এলাকাজুড়ে বাড়ানো হয়েছে পুলিশি টহল।
মানবেন্দ্র ঘোষ জানান, ঘটনার আগের দিনই তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। বর্তমানে তিনি সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
আরএ