দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টা -পাল্টি কর্মসুচীতে এখন উত্তাল ক্যাম্পাস। আইন অমান্যকারী শিক্ষার্থী কর্তৃক ভিসির অপসারনের এক দফা দাবির বিরদ্ধ স্বোচ্চার হয়ে আন্দোলনে নেমেছে কুয়েক শিক্ষক, কর্মকর্ত ও কর্মচারীরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দূর্বার বাংলার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। দুপুর ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে দূর্বার বাংলার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, ক্যাম্পাস চলে তার সিন্ডিকেটের সিদ্ধান্তে। সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত দেয়া হয়েছে তার বাইরে যাওয়ার ক্ষমতা উপাচার্য বা সাধারণ শিক্ষকদের নেই। শিক্ষার্থীদের প্রতি সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তারা। অন্যদিকে উপাচার্য প্রফেসর ডক্টর মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টায় দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ছাত্র কল্যাণ কেন্দ্রের সামনে শেষ হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দেয়। এ সময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগতদের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ, উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
১৩ এপ্রিল হল খুলে দেওয়ার দাবি জানায় আন্দোলনরতরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় আগামী ৪ মে একাডেমী কার্যক্রম শুরু ও ২ মে হল খোলার ঘোষণা দেয়। একই সঙ্গে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার তালা ভেঙে হলগুলোতে প্রবেশ করে। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করে।