দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবির পৌরসভার মেয়র প্রার্থী শামিম হোসেন (৩৫) মন্ডলকে লক্ষ্য করে গুলি করে পালানোর রুবেল হোসেন (৩০) নামে এক ভাড়াটিয়া কিলার গ্রুপের সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় একটি মোটরসাইকেল, একটি ইউএসএ লেখা পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টায় দিকে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত রুবেল ফরিদপুরের সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামিম হোসেন পাঁচবিবি শহরের সুপার মার্কেটের সামনে বসে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৬ জন হেলমেট পরিহিত বহিরাগত ভাড়াটিয়া খুনি শামিমকে লক্ষ্য করে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় শামিম চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে খুনিদের ধাওয়া দিলে দুটি মোটরসাইকেলে করে খুনিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা একজনকে মোটরসাইকেল ও রিভালভারসহ আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটককৃত রুবেলকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয়। পরে তাকে পাঁচবিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জয়পুরহাট পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শামীম হোসেনের নেতাকর্মীদের অভিযোগ, শামিম হোসেন পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে। এরই শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে। পাঁচবিবির একজন সাবেক পরাজিত মেয়র প্রার্থীর স্বামীর বাড়ি ফরিদপুরে আর গ্রেপ্তারকৃত কিলার গ্রুপের সদস্য রুবেলের বাড়িও ফরিদপুর। এ থেকেই ধারণা করা যেতে পারে ওই কুচক্রি মহল এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। প্রশাসন সুষ্ঠু তদন্ত করে অন্যদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হক বলেন, এ ঘটনায় ফরিদপুরের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি ইউএসএ লেখা পিস্তল ও ৫ রাউন্ড গুলি এবং একটি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রাতে অভিযোগ পেয়েছি এখন মামলার রেকর্ডের প্রস্তুতি চলছে। মামলাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
আরএ