দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের রূপদিয়ায় দিনদুপুরে বাস্তভিটাহীন ১৪টি পরিবারের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। জমি নিয়ে স্থানীয় জামায়াত নেতা খবির খাঁ’র সঙ্গে মৃত সাইদ বক্সের চলমান বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
রোববার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। স্থানীয়দের অভিযোগ পুলিশ বিশেষ সুবিধা নিয়ে অপরাধীদের পালিয়ে যেতে সহায়তা করেছে।
বসবাসকারীরা সবাই বাস্তুভিটাহীন। ওই জমিতে তাদের থাকতে দিয়েছিলে সাইদ বক্স নামে এক ব্যক্তি। প্রায় ৫০ বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছিলেন। সরকার পতনের পর হঠাৎ করেই তাদের ওপর জমি ছেড়ে দেওয়ার জন্য হামলা চালায় জামায়াত নেতা খবির খাঁ ও তার অনুসারীরা।
জমির মূল মালিক সাঈদ বক্সের মৃত্যুর পর ওই জমিটি দখল করতে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করতো খবির খাঁ। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু রায়ের তোয়াক্কা না করেই বসবাসকারীদের ওপর হামলা করে তাদের ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দিলো এই জামায়াত নেতা।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শাহিনুর ইসলাম শাহিন জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি ৷
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত জানিয়েছেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নিবেন।’
আরএ