দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলেসহ দুইজন শিক্ষার্থী অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকের ছেলে উৎসব মণ্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও বাবুল শেখের ছেলে সাজ্জাদ শেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী।
এ বিষয়ে সাংবাদিক উথান মন্ডল দেশ টিভিকে বলেন, আমার ছেলে উৎসব ও তার বন্ধু সাজ্জাদ বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে পিরোজপুরে যাচ্ছিলেন। পিরোজপুর-নাজিরপুর সড়কের চৌঠামহল স্টিল ব্রিজের কাছাকাছি পৌঁছালে কয়েকজন লোক তাদের অজ্ঞান করে দক্ষিণ জয়পুরে শ্যামল মাতার ঘেরে নিয়ে যায়। পরে তাদের আটকে রেখে অবিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে। এরপর ৪০ হাজার মুক্তিপণের মাধ্যমে তারা ছাড়া পায়।
তিনি আরও বলেন , মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, মধ্য জয়পুর গ্রামের আনিস শেখের ছেলে রাসেল শেখ (৩৫), একই গ্রামের মারুফ মল্লিকের ছেলে ফয়সাল মল্লিক (২৮), দেলোয়ার শেখের ছেলে নাঈম শেখ (৩০) এই অপহরণের সঙ্গে জড়িত।
নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, খবর পেয়ে জেলা ডিবি পুলিশ ও নাজিরপুর থানা পুলিশের একটি সমন্বিত দল রাতভর অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোর রাতে অপহৃতদের উদ্ধার সম্ভব হয়। তবে অপহরণের সঙ্গে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, অপহরণের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরএ