দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর দাগনভূঞা ইয়াকুবপুরে নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাহাঙ্গীরের উপরে ক্লাস চলাকালীন হামলা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে স্কুল চলাকালীন সময়ে উপজেলার নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় একজন পুরুষ ও এক নারী ঐ শিক্ষককে জুতাপেটা করে লাঞ্চিত করছে। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনায় প্রধান শিক্ষকের দেওয়া অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার দায়ে ২০২৩সালের ১১নভেম্বর পিয়ন হুমায়ুন কবীরকে বরখাস্ত করা হয়। সে সুত্র ধরে গতকাল পিয়ন হুমায়ুন কবির (৪৮), তার স্ত্রী নুর নাহার ঐ শিক্ষককে জুতাপেটা করে আর তার ছেলে রিমন ভিডিও করে। সেটি পরে সোশ্যাল মিডিয়া ফেইসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গতকাল ঐ ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর বাদী হয়ে দাগনভুঞা থানায় মামলা করে।
দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে রাতে গ্রেপ্তার করা হয়। আজ সকালে আসামী হুমায়ন কবীরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এফএইচ/