দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোর শহরের চাঁচড়া সার গোডাউন মোড়ে সন্ধ্যা রাতে সাব্বির আহমেদ (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাত ৯ টায় অভিযোগটি করেন শহরের চাঁচড়া মধ্যপাড়া এলাকার সাব্বির আহমেদের মা রহিমন বেগম। অভিযোগে একই এলাকার রিপন এর ছেলে প্রিন্স (৩২), লিটন এর ছেলে অমি (২৫) ও শহিদ এর ছেলে বাসিরকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী তার লিখিত অভিযোগে বলেছেন, ‘অভিযুক্তরা এলাকার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার ছেলে সাব্বিরকে তার বাবা বিকাশে ৪০ হাজার টাকা দিতে পাঠান৷ পথিমধ্যে সারগোডাউন এলাকায় হাতে চাকু মেরে ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় অভিযুক্তরা’।
পরে চিৎকার শুণে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানিয়েছেন, সন্ধ্যারাতে ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন, অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
এফএইচ/