দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের নলডাঙ্গায় আগুনে চারটি টিনশেড ঘর পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছে কুরআন শরিফ। এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার বুড়িরভাগ বিলপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে কুরআন শরীফটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মনির হোসেন ও মোছা. ফাতিমা জানান, বাড়ির সব কিছু পুড়ে গেলেও এই কুরআন শরিফের একটি অক্ষরও পুড়েনি। কুরআন শরিফের চারপাশের সাদা অংশে কিছুটা কালো দাগ হয়েছে। কুরআন শরিফটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী লতিফুর রহমান ও কামরুল ইসলাম বলেন, আগে অনেক শুনেছি কিন্তু আজ বাস্তবে দেখলাম। কুরআন শরিফ আগুনে পুড়ে না। আল্লাহ এই পবিত্র গ্রন্থ রক্ষা করেছেন।
নলডাঙ্গা থানা মসজিদের ইমান আবু বক্কর সিদ্দিক জানান, পুরো ঘর পুড়লেও আল্লাহর অশেষ মেহেরবানিতে কুরআন শরিফ অক্ষত রয়েছে। পবিত্র কুরআন শরিফ স্বয়ং আল্লাহ তায়ালা নিরাপদে রাখেন, এটাই বাস্তব।
উল্লেখ্য, ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রসাশন, উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
আরএ