দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতিতে দু’পক্ষের সংঘর্ষে আকরাম শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আকরাম শেখ উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর-জয়নগর গ্রামের পিরু ও আনসার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে আকরাম শেখকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকরাম শেখ পিরু গ্রুপের সর্থক বলে জানা গেছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ