দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী সিএনজিতে বাড়ি ফেরার পথে যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের শিকার হয়েছে।
বুধবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
জানা যায়, বুধবার নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। নিপীড়নের শিকার ওই শিক্ষার্থী ইফতার শেষে বাড়ি ফেরার জন্য গ্যাসচালিত অটো রিকশায় উঠেন। গাড়িতে ওঠার পরপরই যাত্রী বেশে থাকা দুইজন তাকে যৌন নিপীড়ন শুরু করেন। এক পর্যায়ে শিক্ষার্থীর চোখে মলম জাতীয় কিছু লাগিয়ে দেন। এ সময় সিএনজিটি মহাসড়কে কয়েকবার চক্কর দেয়। যৌন নিপীড়ন শেষে তারা শিক্ষার্থীর দেহে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে শিক্ষার্থীকে সিএনজি থেকে সড়কে ছুড়ে ফেলে দিয়ে চলে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এ খবর কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে। এ সময় নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, অপরাধীদের গ্রেপ্তার করার জন্য পুলিশ কাজ শুরু করেছে।
আরএ