দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মীনি অধ্যাপক নার্গিস বেগম।
বুধবার (১২ মার্চ ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে।
এর আগে, অধ্যাপক নার্গিস বেগম যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবে প্রায় দেড়যুগ দায়িত্ব পালন করেছেন । গেল ২২ ফেব্রুয়ারি (শনিবার) যশোর জেলা বিএনপির দ্বীবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হবেন বলে দলটির নেতাকর্মীরা আশা করেছিলেন । সে কারণে ওই পদটিতে কেউ মনোনয়নও ক্রয় করতে রাজি হননি । কিন্তু নার্গিস বেগম এবার জেলা বিএনপির কোনো পদে প্রতিদ্বন্দিতা করবেন না।
এমন ঘোষণায় অনড় থাকলে নেতাকর্মীরা আন্দোলনও করেছিলেন তাকে প্রার্থী করার জন্য । কিন্তু অধ্যাপক নার্গিস বেগম তার সিদ্ধান্তেই অনড় থাকেন । পরে ওই পদে মনোয়ন সংগ্রহ করে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন বিগত কমিটির সদস্য সচিব আইজীবী সৈয়দ সাবেরুল হক সাবু । তার প্রতিদ্বন্দি ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ।
সবশেষ বুধবার (১২ মার্চ) কেন্দ্র থেকে আসা এই বার্তাটি জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করেছে।
কে