দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫ তম ব্যাচের এক নারী শিক্ষার্থী (২০) সিএনজি চালিত অটোরিকশাতে যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে, একই দিন রাত আটটার দিকে চৌমুহনী - মাইজদী আঞ্চলিক মহাসড়কে অটোরিকশার ভিতরে এই ঘটনা ঘটে।
নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মেহেদি জানান, বুধবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নোয়াখালী কলেজের ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। নিপীড়নের শিকার ওই শিক্ষার্থী ইফতার মাহফিল শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে জেলা শহরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। অটোরিকশায় উঠার পর থেকে গাড়ির পিছনে যাত্রীবেশে বসা দুই পুরুষ তাকে যৌন নিপীড়ন শুরু করে।
একপর্যায়ে তার চোখে মলম জাতীয় কিছু লাগিয়ে দেয়। এরপর অটোরিক্সাটি মহাসড়কে কয়েকবার চক্কর দেয়। ওই সময় শিক্ষার্থী চিৎকার চেঁচামেচি শুরু করলে তার দেহে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে মহাসড়কের একপাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবিতে কলেজ সংলগ্ন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় সড়ক অবরোধ শুরু করে। এ সময় রাত দশটা থেকে বারোটা পর্যন্ত নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনবাহিনী ঘটনাস্থলে এসে ছাত্রদের সাথে কথা বলেন। যৌথবাহিনীর আশ্বাসে শিক্ষার্থীরা রাত বারোটার পরে অবরোধ তুলে নেয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, জড়িতদের চিহ্নিত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে। আশা করি খুব শীগগীরই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
কে