দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা পাটনিপাড়ায় অবৈধ বালু উত্তোলনের ঘটনায় সাংবাদিক হামলার শিকার হয়েছেন। গতরাতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাতেই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে একটি ভেকু মেশিন ও মাহেন্দ্র ট্রাক্টর জব্দ করে পুলিশের পাহারায় রাখা হয়।
তবে দুঃখজনকভাবে, সিন্ডিকেটের চাপে প্রশাসন রাত থেকে আজ বিকেল ৪টা পর্যন্ত চেষ্টা করেও আটককৃত ভেকু ও ট্রাক্টর জব্দ করতে পারেনি। সকাল থেকেই ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও থানা পুলিশ অবস্থান নিলেও শেষ পর্যন্ত বিকেলে উপর মহলের নির্দেশে তারা ফিরে আসেন, আর ভেকু-ট্রাক্টরও থেকে যায় আগের জায়গায়।
স্থানীয়দের অভিযোগ, শক্তিশালী সিন্ডিকেটের কারণে বারবার অভিযান চালানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তারা প্রশাসনের কার্যকারিতার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন গণমাধ্যমকর্মীরা।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের এ ধরনের ‘অব্যবস্থাপনা’ সিন্ডিকেটকে আরও বেপরোয়া করে তুলছে, যা পরিবেশের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে, ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এফএইচ/