দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে ভিটামিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার ১ হাজার ৬০৪টি টিকা কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান।
তিনি জানান, এবারকার ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ২৪৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭০ হাজার ৮৬১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে ৩ হাজার ২২২ জন স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কাজ করবেন।
সিভিল সার্জন জানান, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রাতকানা রোগ প্রতিরোধ করে এবং শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, ক্যাম্পেইন সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। যাতে কোনো শিশু এই সেবার বাইরে না থাকে।
জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত দিনে নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করুন।
উল্লেখ্য, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জাতীয় পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়। যা দেশের শিশুদের অপুষ্টিজনিত সমস্যা মোকাবিলা এবং তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরএ