দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানার উদ্যোগে ও বি এম সাবাব ফাউন্ডেশনের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শতাধিক স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঠিকানার চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত এমপিপ্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি), আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আফসার উদ্দীন, ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি, নালিতাবাড়ী ইসলামী পাঠাগারের সভাপতি জাহিদ হাসান, জাগ্রত মানবতার সভাপতি তাজবীর হাসান সিফাত, ইউনাইটেড ফর হিউম্যানিটির সভাপতি অপু সাহা, ইয়ুথ পাওয়ারের সভাপতি জাহিদ হাসান, প্রথম আলো বন্ধু সভার সভাপতি খোকন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘এই আয়োজন সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করবে এবং সকল সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ঐক্য তৈরি হবে। স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নালিতাবাড়ী উপজেলার উন্নয়নমূলক ও সেবামূলক কাজ গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।’
ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
আরএ