দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় বীরগাঁও গ্রামের তয়ফুর হোসেন ও নুয়েল আহমদের মধ্যে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- শাহীদুল, শহীদুর রহমান, হাবিবুর রহমান রিমন, শহিদুর রহমান, সুবেল, মাজিদনুর রহমান, সাব্বির, সুমান, সবিননূর, তইদুল, কানাই, জিসান, ওয়েজনূর, জাহিন, রুবেজ আহমদ, শিপন, দুলন আহমদ, তইবুল হোসেন, নিয়াজ, শাওন, জমির হোসেন, সেবেননূর, কাসেম, সাদু মিয়া, হেলাল, আবু আলী।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএ