সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মারা যান তারা।
এ নিয়ে ইজতেমার দুই পর্বে মোট ৯ মুসল্লির মৃত্যু হলো। এরমধ্যে প্রথম ধাপের ইজতেমায় ৫ জন মারা গেছেন।
দ্বিতীয় পর্বের ইজতেমায় মারা যাওয়া বাকি ৪ জনের মধ্যে সবশেষ মঙ্গলবার রাতে সুজাবত আলী সরকার ও মো. সামসুল আলমের মৃত্যু হয়। এদিন রাত ১টার দিকে মারা যান সুজাবত আলী। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে।
এছাড়া মঙ্গলবার রাত ২টার দিকে সামসুল আলমের মৃত্যু হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালীর বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এদিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
পরবর্তীতে আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এই পর্বের ইজতেমা শেষ হবে।
কে