সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে নিখোঁজের চার দিন পর বাগেরহাটের ফকিরহাটের একটি পুকুর থেকে সুরাইয়া শারমিন (৩৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শারমিন।
নিহত সুরাইয়া শারমিন নড়াইল পৌর এলাকার আলাদাতপুর এলাকার মৃত আব্দুল কমির মোল্লার মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে যশোরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শারমিন। অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে রাতে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার মা সবেজান বেগম। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে সুরাইয়া শারমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার যশোর যাওয়ার কথা বলে সুরাইয়া শারমিন নামে এক নারী নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর তার মরদেহ পাওয়া গেছে বাগেরহাটের ফকিরহাটের জয়পুর গ্রামের একটি পুকুরে। বাগেরহাট ফকিরহাট থানা পুলিশের সাথে কথা হয়েছে তারা জানিয়েছে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে হত্যায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।’
আরএ