সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অন্যের মাধ্যমে লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছেন আবু হুরাইরা (২৭) নামক একজন পরীক্ষার্থী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক মোটরসাইকেল দোকানের ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক (নাহিদ) জানান, আবু হুরাইরা মৌখিক পরীক্ষার সময় স্বাক্ষর করতে পারছিলেন না। কিন্তু লিখিত পরীক্ষায় তার স্বাক্ষর রয়েছে। এতে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে সে পরীক্ষা দেয়নি বলে স্বীকার করে। শহরের কাউতলীস্থ হোন্ডা গ্যালারি নামক মোটরসাইকেল শোরুমের ম্যানেজার সাইদুল ইসলাম (২১) এর সঙ্গে ড্রাইভিং লাইসেন্স পেতে ১২ হাজার টাকায় চুক্তি করে বলে জানায়। তবে তার লিখিত পরীক্ষা কে দিয়েছে সেটি তার জানা নেই। এ তথ্যের ভিত্তিতে ওই শোরুমে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালত সাইদুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং আবু হুরায়রাকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও লাইসেন্সের জন্যে আবু হুরায়রার কাছ থেকে নেওয়া ১২ হাজার টাকা ফেরত দেওয়ার জন্যে সাইদুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়। আবু হুরাইরা সদর উপজেলার শিলাউড় গ্রামের মানিক মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ'র পরিদর্শক মো. মহসীন জানান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ২৭৩ জন অংশ নেয়। এরমধ্যে ১৫৩ জন উত্তীর্ণ হলে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। মঙ্গলবার এই পরীক্ষা সম্পন্ন হয়।
আরএ