সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের নান্দাইলে রাতের আঁধারে লিফলেট বিতরণসহ জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ও সরকার বিরোধী স্লোগান দেওয়ায় ফজলুল হক সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে ধরে বেঁধে রেখে পুলিশে দিলো জনতা।
মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলার পুরাতন বাজার থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারকে (৫৫) ধরে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে রাখে বিএনপি সমর্থক ও বিক্ষোব্ধ জনতা। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যা রাতে আচারগাঁও ইউনিয়নের আবালধনী বাজারে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি পালন করেছিল দলটির নেতা ফজলুল হক সরকার। এসময় সেখানে তারা বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে বিক্ষুব্ধ লোকজন তাকে পিলারের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করেন। কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানান তারা।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ