সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা দলটির জেলা কমিটিকে অবমূল্যায়ন ও পকেট কমিটি দাবি করে আহ্বায়ক কমিটির সদস্য পদ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, সদ্য অনুমোদিত নতুন কমিটিতে তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে, যা তার জন্য অগ্রহণযোগ্য।
তিনি অভিযোগ করেন, নতুন কমিটিতে তার কর্মী ও সমর্থকদের যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং তার নিজের নাম ৩নং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তার মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করেছে। এছাড়া যে কমিটি করা হয়েছে তা পকেট কমিটি বলেও দাবি করেন তিনি।
দলের নতুন কমিটি নিয়ে তার অসন্তুষ্টি এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি সম্মানিতভাবে নেতা হতে চাই, তবে এমনভাবে নয়- যে আমার মান-সম্মান নষ্ট হবে।
আতা আরও বলেন, যে পকেট কমিটি হয়েছে তাতে তৃনমূল পর্যায়ের ক্ষোভ বিরাজ করছে। পরবর্তীতে জেলার আরও যে সকল কমিটি করা হবে সে কমিটিও পকেট কমিটি হবে।
আতাউর রহমান আতার পদত্যাগে জেলা বিএনপির অনেক শীর্ষ নেতার উপস্থিতি ছিল। যার মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, সাবেক জেলা বিএনপির সহসভাপতি জামিলুর রশিদ খান, ড. খন্দকার আকবর হোসেন বাবলু, মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন মহব্বতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএ