সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২য় বিয়ে করার ক্ষোভে স্বামী রুবেল সরদারের (৩৬) পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার প্রথম স্ত্রী। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
রুবেল সরদার ওই গ্রামের মনজেল সরদারের ছেলে এবং ঘাঘর বাজারের থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১৩ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর রুবেল সরদারের অন্য নারীদের সঙ্গে পরকীয়া থাকায় রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। তিন মাস আগে হিন্দু ধর্মের এক নারীকে বিয়ে করেন রুবেল সরদার। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা সোমবার গভীর রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে রুবেলের পুরুষাঙ্গ কেটে দেন।
রুবেলের পরিবার জানায়, ১৩ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে বিয়ে হয় রুবেলের। গত ৩ বছর ধরে ভাড়াটিয়া বাসার প্রতিবেশী প্রথম স্ত্রীর বান্ধবী লিখির সঙ্গে পরকীয়া থাকায় রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। গত নভেম্বর মাসে প্রথম স্ত্রীর বিবাহিত বান্ধবী লিখিকে বিয়ে করেন রুবেল সরদার। বিবাহের পরে ওই নারীকে নিয়ে লাপাত্তা হয় রুবেল। এর কিছুদিন পর ২য় স্ত্রীকে নিয়ে ফিরে আসেন তিনি। পরে পারিবারিক চাপে ২য় স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় রুবেল। গত ২৫ জানুয়ারি স্থানীয়দের উপস্থিতিতে একটি শালিস বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম স্ত্রী ও ২ সন্তান নিয়ে পুনরায় সংসার শুরু করতে চায় রুবেল। এর ৩ দিন পর কোটালীপাড়া পৌর এলাকা থেকে ভাড়া বাসা ছেড়ে নিজের বাড়িতে চলে আসেন রুবেল। এরপর থেকে স্বাভাবিকভাবেই চলছিল তাদের সংসার। কিন্তু সোমবার রাতে রুবেলের স্ত্রী রেশমা পূর্ব পরিকল্পতিভাবে রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রুবেলকে। পরে রাত ২টার দিকে ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলে। রুবেলের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে।
রুবেলের পরিবার আরও জানায়, বিষয়টি বুঝতে পেরে রেশমাকে ঘরে আটকে রাখে তারা। পরে রেশমার ভাই নিজাম ফরাজী, মতিয়ার ফরাজী ও ভগ্নিপতি রুবেলসহ কয়েকজন রেশমাকে ঘর থেকে বের করে নিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে রুবেলের পিতা মঞ্জেল সরদারসহ কয়েকজনকে মারপিট করে রেশমাকে নিয়ে পালিয়ে যায় তারা। আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। রুবেল সেখানে চিকিৎসাধীন রয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশের একটি টিম পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে ২য় বিবাহের ক্ষোভে প্রথম স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে।
আরএ