সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরে ব্যবসায়ী মো. ফারভেজ হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত ফারভেজ সদর উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত ফারভেজের মা রুনা বেগম, বোন সাথী আক্তার, ছাত্রদল নেতা আমির আহমেদ রাজু, মো. লিটন, আবদুল হালীম সাকিব, মো. ফিরোজ, মো. আমীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারভেজ নিখোঁজ হয় ৩০ তারিখ রাতে। পরে পরিবার ৩১ জানুয়ারি সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করার ৪ দিন অতিবাহিত হলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি। সোমবার সন্ধ্যায় একটি ধানক্ষেত থেকে স্থানীয় লোকজন ফারভেজের লাশ দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তারা এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি রাতে শাকচর জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফারভেজ তার মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে বের হয়। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। রাকিব ও রবিউল নামের ২ জনকে আটক আছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ