সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বয়স সবে দশ বছর পেরিয়েছে। কিন্তু কীর্তি তার অনন্য। এ বয়সেই সে সাত মাসে কুরআনে কারিম মুখস্থ করে বিস্ময় জাগিয়েছে।
বিস্ময় জাগানিয়া এই শিশুর নাম আরাফাত ইসলাম আরিয়ান। কুমিল্লা শহরের এই কৃতি সন্তান হযরত রেজা শাহ বোগদাদী সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র। আরিয়ানের বাড়ি কুমিল্লা উত্তর চর্থা এলাকায়। তার বাবা ব্যবসায়ী জুম্মন আহমেদ। কিশোর আরিয়ান এমন অভাবনীয় অবস্থা দেখে শিক্ষকরা বুঝেন, সে অত্যন্ত মেধাবী; তীক্ষ্ম ধীশক্তির অধিকারী।
তার শিক্ষক হাফেজ আব্দুল হালিম বলেন, আরাফাত ইসলাম আরিয়ান মাত্র সাত মাসে কুরআনে কারিম মুখস্ত করেছে। আরিয়ানের চেষ্টা আছে। এখানে যে সকল বাচ্চারা আছে তাদের থেকে আরিয়ান একটু ভিন্ন। তার মধ্যে আমি একটা প্রতিভা দেখছি।
আরিয়ানের বাবা জুম্মুন আহমেদ বলেন, আমার এবং তার মার অনেক ইচ্ছে ছিল আমাদের সন্তান হাফেজ হবে। আরিয়ান সেই ইচ্ছা পূরণ করেছে। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং ছেলের শিক্ষকদের প্রতি অনেক ধন্যবাদ জানাই।
আরিয়ান বলেন, অল্প সময়ে হাফেজ হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রথম ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন।
আরএ