সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন জামায়াতের আমির লোকমান কবিরের ওপর বিএনপির আহ্বায়ক জালাল সরকারের নেতৃত্বে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মনববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শিবির নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, নজরপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি ছিলো আজ। এসময় ওই অঞ্চলের বেশ কিছু ছিন্নমূল সাধারণ মানুষ বঞ্চিত হওয়ায় তার প্রতিবাদ জানায় নজরপুর ইউনিয়ন ছাত্র শিবিবের সভাপতি তানভীর আহমেদ, সেক্রেটারি মেহেদী হাসান শুভসহ অন্যান্যরা। পরে সেখানে ইউনিয়নের আমির লোকমান কবির উপস্থিত হলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার ও তার সহযোগিরা। এ সময় ৩ জন আহত হবার দাবি করা হয়।
বিক্ষোভ মিছিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের খুজে বের করতেও আহ্বান জানায় শিবির নেতৃবৃন্দ।
ভুক্তভোগী নজরপুর ইউনিয়ন জামায়াতের আমির বলেন, এলাকায় কম্বল বিতরণ নিয়ে অনিয়ম হয়েছে। যারা প্রকৃতপক্ষে কম্বলের দাবিদার, তারা কম্বল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টি প্রতিবাদ করলে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালালের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়। ইট দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে জখম করা হয়েছে। আমি নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
অভিযোগ অস্বীকার করে নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল সরকার বলেন, হামলার সাথে জামায়াত-বিএনপির কোনো সম্পর্ক নেই। রেডক্রিসেন্ট থেকে প্রশাসনের সহায়তায় কম্বল বিতরণ করা হয়েছে। হামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। হামলা হয়ে থাকলে রেডক্রিসেন্ট ও ভুক্তভোগীদের বিষয়, আমার কোনো বিষয় নেই।
আরএ