সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে স্বরসতী পূজা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর বসুরহাট জুগিদিয়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে এসএসসি পরীক্ষার্থী অন্তর ঘোষ (১৮), বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে সৌরভ (২৩)। অন্যজনের নাম দেব তার পুরো পরিচয় শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নিহত তিনজন একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স’মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয়দের সহযোগিতায় ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক দেলোয়ার হোসেন বলেন, ভাড়া নিয়ে ফেনী থেকে দাগনভূঞা যাচ্ছিলাম। মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন রাস্তায় পড়েছিল। ঘটনাস্থলে দুইজন মারা যান। এদের মধ্যে সৌরভ নামে একজন তখনও জীবিত ছিলেন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় সিএনজি করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
নিহত অন্তর ঘোষের মাশি (খালা) পিয়াঙ্কা ঘোষ বলেন, তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল। পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় দুর্ঘটনায় তারা মারা যায়। আমার বোনের একমাত্র ছেলের (অন্তর) এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না৷
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার ডা. রুহুল মোহছেন সুজন বলেন, হাসপাতালে আনার আগেই তার (সৌরভ) মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনার পর তাকে পরীক্ষা নীরিক্ষা করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো দুজনের মৃতদেহ মর্গে রাখা রয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কে