সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় আব্দুল খলিল মিয়া (৫৫) ও তার ছেলে মো. আসিফ (২০) গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবারের লোকজন আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভর্তি করেছেন।
আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বড়ি কান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে। এর আগে সকালে এ হামলার ঘটনা ঘটে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে খলিল মিয়া ও তার ছেলেকে নিয়ে তার ভাতিজার বিয়ে বাড়িতে যায়। এ সময় পূর্ব শ্রত্রুতার জের ধরে প্রতিপক্ষের মনাক ডাকাত ও তার ছেলেরা তাদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই বাবা-ছেলে গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলাকারীকে গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে। মনাক ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরএ