সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট রাখার অভিযোগে স্থানীয় ব্যবসায়ীকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) রাব্বী মোরছালিন বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় এ মামলা দায়ের করেন।
১০৫ জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এ মামলায়। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণীতে জানা যায়, রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া পৌরসভার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের সমর্থনে লিটন শেখ (৩২), সোহান (২০) ও সাজিদ নামে নিষিদ্ধ সংগঠন ৩ ছাত্রলীগ কর্মী লিফলেট বিতরণ করে এবং মুদি ব্যবসায়ী সাফায়েত গাজীর কাছে বিতরণের জন্য কিছু লিফলেট রাখে। রোববার সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর সাথে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে গাড়িতে তোলা হয়। বিষয়টি জানতে পেরে ওই ব্যবসায়ীর বড় ভাই হেদায়েত গাজী ও রেজাউল শেখকে দিয়ে পার্শ্ববর্তী কবিরাজ বাড়ির মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করার ডাক দেয়। এক পর্যায়ে পুলিশ সদস্যদেরকে অবরুদ্ধ করে পুলিশের ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। খবর পেয়ে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়ে হামলার শিকার হন।
এসময় আহত হয় টুঙ্গিপাড়া থানার ওসি (অপারেশন) খন্দকার আওরঙ্গজেবসহ ৬ পুলিশ সদস্য। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর টুংগীপাড়া থানা পুলিশের নিরাপত্তা দিতে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেনা সদস্যরা টুঙ্গিপাড়া থানার সামনে সাজোয়া যান নিয়ে অবস্থান করে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় অজ্ঞাত ও নাম উল্লেখ করে ৫০৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার গ্রেপ্তার হওয়া ব্যক্তি সাফায়েত গাজীকে প্রধান আসামি করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরএ