সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে অটোরিকশা চালক ফরহাদ প্রামাণিক হত্যাকাণ্ডে জড়িত মো. সুমন শেখ (২১) ও রেজাউল করিম মিন্টু (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নেশার টাকা জোগাড় করতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।
পুলিশ সুপার বলেন, অটোরিকশা চালক ফরহাদ প্রামাণিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার সুমন শেখ। হত্যার দিন সুমনসহ তিনজন ফরহাদের অটোরিকশাটি ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। এক পর্যায়ে তারা ফরহাদকে দুর্গাপুর এলাকায় নিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে। মূলত সুমন শেখ নেশার টাকা জোগাড় করতেই ফরহাদকে হত্যা করে। পরে ছিনতাইকৃত অটোরিকশা ১১ হাজার টাকায় বিক্রি করে। হত্যাকাণ্ডে জড়িত দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, রাজবাড়ীর সদরের পাঁচুরিয়া গ্রামের ছাত্তার প্রামাণিকের ছেলে ফরহাদ প্রামাণিক গত ৩০ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর রাতভর তাকে খুঁজতে থাকে ফরহাদের পরিবার ও স্বজনরা।
মো. আব্দুল জলিল বলেন, গত ৩১ জানুয়ারি দুপুরে সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর কাচারীরটেক এলাকার একটি পুকুরপাড়ে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা ফরহাদের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ফরহাদের বাবা ছাত্তার প্রামাণিক অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার আরও বলেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (২ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে প্রথমে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিন্টু নামক এক ভাঙারি ব্যবসার প্রতিষ্ঠান থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ৪টি ব্যাটারি উদ্ধার এবং মিন্টুকেও গ্রেপ্তার করা হয়।
আরএ