সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদী থেকে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোতয়ালী নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত আব্দুল বারেক পার্শ্ববর্তী শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, আব্দুল বারেক ওএমএস এর ডিলার ছিলেন। পাশাপাশি তিনি নদীতে মাছ ধরতেন। গত ৭ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আব্দুল বারেক। শনিবার সকালে হরিরামপুর উপজেলার কালিতলা এলাকার একটি ভাসমান রেস্টুরেন্টের সঙ্গে তার মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে উপস্থিত হন। তারা মরদেহটি আব্দুল বারেকের বলে শনাক্ত করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, কাঞ্চনপুর ইউনিয়নে কালিতলা এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকার সংবাদ পেয়ে বিষয়টি নৌ-পুলিশের অধীনে হওয়ায় তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা এসেছেন। তারা আইনগত ব্যবস্থা নেবেন।
কোতয়ালী নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ বলেন, ফরিদপুর থেকে স্পটের দূরত্ব অনেক। আমাদের সদস্যরা মরদেহ উদ্ধার করতেছেন। সেখান থেকে মানিকগঞ্জ মর্গে পাঠানো হবে। আইনত ব্যবস্থা নেয়া হবে।
কে