সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে হাসমত শেখ(৫৬) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন।
শনিবার(১১ জানুয়ারি) সকালে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এর আগে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। হাসমত শেখ উপজেলার ধলাইরচর গ্রামের মৃত আয়েনউদ্দীন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হাসমত শেখ তার ছেলে মাহাবুর শেখকে ধলাইচর চৌরাস্তায় অবস্থিত তাদের নিজস্ব চায়ের দোকানটি প্রতিদিন ভোরবেলা খোলার কথা বলে। কিন্তু ছেলে মাহাবুর উল্টা তার বাবাকে বলে আমি এতো ভোরবেলা দোকান খুলতে পারব না। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়াঝাটি ও বাকবিতণ্ডা হয়। এতে রাগে ক্ষোভে অভিমান করে আত্মহত্মার পথ বেঁচে নেন হাসমত শেখ।
এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কীর্তনীয়া জানান,বাবা-ছেলের মধ্যে অভিমান নিয়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কে