সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর কুশাহাটার চর এলাকা থেকে মিরাজ শেখের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে মাছটি ধরা পড়ে।
এদিন সকালে দৌলতদিয়া কেসমত মোল্লার মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনলে উন্মুক্ত নিলামে ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার বোয়াল মাছের অনেক চাহিদা রয়েছে। সকালে ঘাট এলাকায় গিয়ে জানতে পারি ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ বড়শিতে ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি আমার আড়তে এনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি কমে যাওয়াতে বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।
কে