সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে এক ঘন্টা ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে উভয় প্রান্তের দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে দূর পাল্লার যাত্রীরা। পরে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেয় তারা।
শুক্রবার (১০ জানুযারি) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে গ্রেপ্তারকৃত ফোজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে এবং বিচারের দাবীতে শনিবার বেলা ১২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অর্ধশতাধিক ছাত্র-জনতা অবস্থান মহাসড়ক ব্লকেড করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে মহাসড়কের উভয় প্রান্তে দুই কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। তবে জরুরি সেবা ও এম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয় প্রতিবাদ কর্মসূচির সময়। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে প্রতিবাদী স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থী নূর জাহান জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নিয়েছে বিএনপি। এখনও যদি এমন হয় তাহলে কিভাবে চলবে। আওয়ামী লীগের সময় যেমন হযেছে সেটা এখন বিএনপি করছে। তার প্রতিবাদে আমরা আজ সড়কে অবস্থান করেছি। আমরা চাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
পরে মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল আ. ন. ম ইমরান খান এসে আন্দোলনকারীদের দাবী পূরণের আশ্বাস দিলে এক ঘন্টা পরে মহাসড়ক থেকে সরে যায় তারা।
তিনি জানান শ্রীনগরের ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দুই পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকার যানযটের সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।
শুক্রবার রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে আসামি শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক বিশৃংখল নেতাকর্মী।