সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৩ জন।
হাইওয়ে পুলিশের তথ্যমতে, শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে মিরপুর উপজেলার আমলা সদরপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আহত হয় জাকিরুল ইসলাম নামে এক খড়ি ব্যবসায়ী। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার ৮ ঘন্টা পর আজ সকাল ৭টার দিকে কুমারখালী উপজেলার সৈয়দ মাসুদরুমী সেতুর উপরে বালু ভর্তি ট্রাক চাপায় রাজু আহম্মেদ নামে আরও এক জনের মৃত্যু হয়। এতে আহত হয় ৩ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে ট্রাক দুটিকে।
এফএইচ/