সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুষ্টিয়ার কুমার খালীর পদ্মা নদীর পাড়ে অবস্থিত। কুঠিবাড়ির সামনে ফাঁকা মাঠে মুক্তমঞ্চ। মঞ্চের পূর্ব-দক্ষিণপাশে রয়েছে বড় বড় গাছ। গাছে ত্রিপলে রং-তুলি ও কাগজ নিয়ে বসেছেন অন্তত ৮৩ জন নানা বয়সী শিক্ষার্থী।
আর তাদের ঘিরে চেয়ার টেবিলে রং-তুলি আর কাগজ নিয়ে রাজশাহী, কুষ্টিয়া ইসলামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অন্তত ২৭ জন শিক্ষক ও শিক্ষার্থীর কেউ দাঁড়িয়ে কেউবা বসে আছেন। তারা জুলাই বিপ্লব, গ্রামীণ জীবনের চিত্র, রবীন্দ্র কুঠিবাড়ি, নদীসহ নানান ছবি আঁকছেন। আর এই দৃশ্য উপভোগ করার জন্য রয়েছেন অভিভাবক ও উৎসুক জনতাও। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে এ চিত্র দেখা যায়। শীতের সকালে রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে যেন বসেছে নবীন-প্রবীণ চিত্রশিল্পীদের মিলন মেলা। তারা আপন মনে রং তুলির ছোঁয়ায় চিত্রের নির্মাণ করছেন।
ছবি আঁকলে মন ভাল থাকে বলে জানায় কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রিনি সাহা। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ছবি আঁকতে পেরে আনন্দিত। খুব ভাল লাগছে।
সাংস্কৃতিক জনপদে ছবি আঁকতে আসতে পেরে আনন্দিত বলে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পেইন্ট পিকিং বিভাগের অধ্যাপক মো. আনিসুজ্জামান। কুঠিবাড়িতে নবীন-প্রবীণ শিল্পীদের মিলন মেলা বসেছে। শিশুরা বড়দের আঁকা দেখে শিখতে পারছে। চমৎকার এ আয়োজনের মধ্যদিয়ে শিশু শিল্পের বিপ্লব ঘটবে। নতুন প্রজন্মের জন্য সারাদেশে এমন আয়োজন দরকার।
শিশু শিল্পীদের উৎসাহ প্রদানে এবং মেধা বিকাশের লক্ষ্যে রবীন্দ্র কুঠিবাড়িতে দুইদিন ব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ড. নাসের ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও আর্ট বাংলার সহযোগীতায় শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল।
ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ও আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক হারুন অর রশিদ টুটুক।
শনিবার কুঠিবাড়ি চত্বরে আর্ট ক্যাম্প শেষ হবে এবং বিকেল ৩টা থেকে কুমারখালী পাবলিক লাইব্রেরিতে শুরু হবে সাতদিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। চলবে ১৮ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত। ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. আবু নাসের বলেন, শিশু ও নতুন শিল্পীদের উৎসাহ প্রদান এবং মেধা বিকাশের জন্য দুইদিন ব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্কুল, কলেজ, রাজশাহী, ইসলামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১১০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
ছবি আঁকা এক ধরনের সৃষ্টিশীল আন্দোলন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল। তিনি বলেন, ছবি আঁকার মধ্যদিয়ে মনোগত বিকাশ ঘটে। শিল্প, সাহিত্যের বিপ্লবের পাশাপাশি দেশের উন্নয়ন হয়। সারাদেশে ছড়িয়ে পড়ুক এ আন্দোলন।
এফএইচ/